তাসরিফ খানের বই
Rokomari
Bay now link👉 বাইশের বন্যা
নাম : (কে এম তাসরিফ সিদ্দীক)। ডাক নাম : (তাসরিফ খান। জন্ম :( ১৯ জুলাই ১৯৯৫ সালে তার বর্তমান বয়স ২২ বছর ) । পড়াশোনা : বি বি এ। তার গ্রামের বাড়ি : নেত্রকোনা এবং বর্তমানে ঢাকা মিরপুরে ১২ তে থাকে। পেশা : গায়ক CEO of কুড়েঘর। Youtub থেকে আয় করেন তার মাসে আয় প্রায় ৭০ – ৮০ হাজার টাকা। তার পরিবারে আছেন মা বাবা ও ৪ ভাই ১ বোন। তার প্রিয় খাবার ফুচকা ও বারগার।.. তিনি হাসি খুশি থাকতে পছন্দ করেন।... তিনি এখোনো সিঙ্গেল ।গত বছরের জুনে ভয়াবহ বন্যায় পানিবন্দি হয়েছিল সিলেট ও সুনামগঞ্জের মানুষ। বন্যা দুর্গত বিপর্যস্ত মানুষদের জন্য ত্রাণ নিয়ে বিরামহীনভাবে ছুটে চলেছিলেন ব্যান্ডদল কুঁড়েঘর'র শিল্পী তাসরিফ খান। ভয়াবহ বন্যার ৬৫ দিনের উদ্ধার, ত্রাণ সংগ্রহ ও বিতরণ কার্যক্রমের বিস্তারিত ‘বাইশের বন্যা’ বইয়ে তুলে ধরেছেন তাসরিফ। প্রথমবারের মতো বই লিখছেন তিনি।তাসরিফ খান বলেন, প্রতিবছর বই মেলায় পাঠক হিসেবে আসলেও এবার লেখক হিসেবে এসেছি। যা আমার জন্য একটি অন্যরকম পাওয়া। সিলেটের ভয়াবহ বন্যায় কাজ করার সময়ও কোন প্লান ছিল না এটি নিয়ে বই লিখব। তবে বন্যার পর ঢাকায় আসার পর পরিচিত সকলেই এই অভিজ্ঞতা মানুষের মাঝে ছড়িয়ে দিতে বই লেখার বিষয়ে উৎসাহ দেন। সেই উৎসাহ নিয়েই ‘বাইশের বন্যা’বইটি লিখেছি।তিনি বলেন, ২০২২ সালের এই বন্যা বাংলাদেশের ইতিহাসে অন্যতম ভয়াবহ বন্যা হিসেবে বিবেচনা করা হচ্ছে। আমি এ বন্যার শুরু থেকে শেষ পর্যন্ত ছিলাম। তাই আমি চাচ্ছি, এ বন্যার ভয়াবহতা সম্পর্কে আমি যা যা দেখেছি সেই অভিজ্ঞতাগুলো মানুষের কাছে একটা বইয়ের মাধ্যমে পৌঁছে দেব। যেন বইটি পড়ে আমাদের এ প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্ম পর্যন্ত ‘বাইশের বন্যা’ সম্পর্কে স্পষ্ট ধারণা পায়।অমর একুশের বই মেলায় বইটি ৩৭৪-৩৭৫ স্টলের কিংবদন্তী পাবলিকেশনে যাওয়া যাচ্ছে। বইটির প্রচ্ছদ করেছেন সাহাদাত হোসেন। এছাড়াও রকমারি ডটকম ও বইফেরী ডটকমেও পাওয়া যাবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন